

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ও বান্দরবান জেলা পুলিশের যৌথ ব্যাবস্থাপনায় “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০১৭” এর শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার বান্দরবান পুলিশ লাইন্স মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী।বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) অনির্বান চাকমা এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ইনসার্ভিস ট্রেনিং সেন্টার) মোঃমাশরুফ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শম্পা রাণী সাহা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) সহ জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যগণ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ উপলক্ষ্যে আয়োজিত কাবাডি প্রতিযোগিতায় বান্দরবানের ৬ উপজেলার ৬ টি টিম অংশ গ্রহণ করছে।কাবাডি প্রতিযোগিতায় রেফারীর দায়িত্ব পালন করবেন সাবেক খেলোয়াড় বশির খান,বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সম্পদ বড়ুয়া ও মিঠু কুমার রায়।রবিবার দুপুর সাড়ে তিনটায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।