বিপুল পরিমান কাঠ জব্দ করেছে সেনাবাহিনী।আজ ২৯ এপিল (বৃহস্পতিবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনা জোনের অভিযানে এ কাঠ জব্দ করা হয়।
সুত্রে জানা যায়,আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার পয়েন্টের উন্ডিপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গামারী, গর্জনসহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমান মূল্যবান কাঠ জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব কাঠ আলীকদমের তৈন রেঞ্জ কর্মকর্তাকে হস্তান্তর করা হয়।
আলীকদমের তৈন রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দীন মিনার-দেশসংবাদ কে- জানান,সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের জানানোর পর আমরা আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার এলাকার উপস্থিত হই এবং সেখানে গহীন পাহাড়ের নিচ থেকে ৫ টি গাড়ীযোগে জব্দকৃত কাঠগুলো আলীকদমের তৈন রেঞ্জ অফিসে আনার ব্যবস্থা করছি,জব্দকৃত কাঠগুলোর বাজারমুল্য ৭ থেকে ৮ লক্ষ টাকা হতে পারে।
বান্দরবানের থানচির রিজার্ভ ফরেস্ট থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে থানচি থেকে বান্দরবান সড়কপথে গাছ পরিবহনের সকল পারমিট বন্ধ করে দেয় বান্দরবান বন বিভাগ। পরে চোরাই কাঠ ব্যবসায়ীরা থানচির রিজার্ভ ফরেষ্টের এসব কাঠ বান্দরবান সদরে না এনে থানচি-আলীকদম সড়কপথে আলীকদম হয়ে লামা দিয়ে বিভিন্নস্থানে পাচারের চেষ্টা চালাছে।