

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।সোমবার (১৯ এপ্রিল) ভোর সাড়ে ৩ টার দিকে অভিযানে তাকে ইয়াবাসহ আটক করা হয়। আটক ব্যক্তির নাম ওমর ফারুক।এ সময় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মুখলেছুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ওমর ফারুকের কাছে থাকা ৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ভোরে অভিযান চালিয়ে ওমর ফারুক নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।