

পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-বান্দরবান কমিউনিটি ডেভাল্পমেন্ট কনর্সান (সিডিসি) এর উদ্যোগে নিবন্ধীত শিশুদের মধ্যে ফুডরেশন ও স্বাস্থ্য সামগ্রী বিতরন করা হয়েছে।রবিবার (১১ এপ্রিল) বান্দরবান সদরের উজানীপাড়ায় পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-বান্দরবান অফিস এর প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে নিবন্ধীত শিশুদের মধ্যে এই ফুড রেশন ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।ফুড রেশন ও স্বাস্থ্য সামগ্রী বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার ৫নং ওয়াডের্র কাউন্সিলর মংমং সিং মারমা,পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প এর সভাপতি পাকসিম বম,প্রকল্প ব্যবস্থাপক লারিন সাং বম (লালরিন),সদস্য থিমখুব বুইতিং,সদস্য মংহাসিং মারমাসহ বান্দরবানের বিভিন্ন প্রিন্ট ও ইলেকক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ও প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং নিবন্ধীত শিশু ও তাদের পরিবারের সদস্যরা।পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক লালরিন বম বলেন,গত বছরের মার্চ মাসে দেশে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে অদ্যবধি পর্যন্ত পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-বান্দরবান কমিউনিটি ডেভাল্পমেন্ট কনর্সান (সিডিসি) এর উদ্যোগে নিবন্ধীত শিশুদের মধ্যে ফুডরেশন ও স্বাস্থ্য সামগ্রী বিতরন করা অব্যাহত রয়েছে।এই সময় প্রকল্পের নিবন্ধীত ৩০৬জন শিশুর পরিবারকে সামাজিক দুরত্ব বজায় রেখে ১০কেজি চাউল,১ কেজি মশুর ডাল,১ লিটার সয়াবিন তেল ,৪টি সাবান ও ৫টি করে মাস্ক প্রদান করা হয়।