বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির সঙ্গে মাদক চোরাকারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।এ সময় ঘটনাস্থল থেকে চার লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।তবে এই ঘটনায় কেউ আটক কিংবা আহত হয়নি।কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান,একদল ইয়াবা কারবারি মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি।এ সময় ৮-১০ জন চোরাকারবারিকে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।বিজিবিও চোরাকারবারিদের লক্ষ্য করে ১৩ রাউন্ড পাল্টা গুলি ছুঁড়লে চোরাকারবারিরা মিয়ানমারের দিকে পালিয়ে যায়।পরে ঘটনাস্থল থেকে লুঙ্গী মোড়ানো একটি ব্যাগ থেকে চার লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়,যার আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা।