

‘দেশের জনগণ গোল্লাই যাক এই চিন্তা চেতনায় রয়েছে বর্তমান গণতন্ত্রের লেভাসধারী সরকার’।এভাবে কোন স্বৈরাচারী সরকার টিকে থাকতে পারেনি,তারাও পারবেনা’ বলে মন্তব্য করেছেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি মা ম্যা চিং।মঙ্গলবার (৩০ মার্চ) বিকালে বান্দরবানে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।ক্ষমতায় টিকে থাকতে আইন শৃংখলা বাহিনীকে ব্যবহার করে গত ২৬শে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে হেফাজতের সাধারণ ছাত্রদের রক্ত ঝরিয়েছে।এই দায়ভার অবশ্যয় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন জেলা বিএনপির সভাপতি মা ম্যা চিং।এসময় সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা,সাবেক জেলা সহ-সভাপতি লুসাই মং,সাবেক জেলা সাধারণ সম্পাদক কাজী মহতুল হোসেন যত্ন।এছাড়াও সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন,জেলা বিএনপি নেতা রিটল বিশ্বাস,পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম,জেলা যুবদলের সাবেক আহবায়ক আবু বক্কর,জেলা যুবদলের সাবেক সদস্য সচিব শাহাদাত হোসেন,জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।এসময় অন্যান্য বক্তারা গত কয়েকদিনে সারাদেশে আইন শৃংখলা বাহিনীর গুলি বর্ষণ ও বিভিন্ন সভা সমাবেশে হামলার প্রতিবাদ জানান।উল্লেখ্য,গত ২৬শে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে নির্বিচারে গুলি করে মানুষ হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বান্দরবান জেলা বিএনপি।