সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-দলের ত্যাগী,জনবান্ধব,সংগ্রামী নেতাদের বাদ দিয়ে জেলার সমালোচিত দুর্নিতিবাজ,আতাঁতকারী ও অশুভ ব্যক্তি দিয়ে সদ্য ঘোষিত অগণতান্ত্রিকভাবে বিএনপি’র বান্দরবান জেলা কমিটি গঠন করা হয়েছে বলে দাবী করে কেন্দ্রীয় নেতাদের বিএনপি”র সদ্য বান্দরবান জেলা বিএনপি কমিটি ঘোষিত কমিটিকে অনাস্থা প্রস্তাব দিয়ে শনিবার সকাল ১১টা থানচি বাজারের বিক্ষোভ মিছিল করে পরে বিএনপি অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনের বিএনপি”র উপজেলা শাখা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো সদ্য ঘোষিত জেলা কমিটিকে অনাস্থা প্রস্তাবটি লিখিত পাঠ করে বক্তব্য রাখেন।তিনি বলেন,বিএনপি একটি গণতান্ত্রিক দল,তৃণমূলের মতামতকে উপেক্ষা করে,কাউন্সিল না দিয়ে বান্দরবান জেলা বিএনপি’র আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে,যা গঠনতন্ত্র বিরোধী ও অগণতান্ত্রিক।জেলা কমিটি অবৈধ দাবী করে অবিলম্বে সম্মেলনের মাধ্যমে কমিটি পূর্ণগঠন প্রক্রিয়া করার দাবী জানিয়ে সদ্য ঘোষিত কমিটিকে অনাস্থা প্রস্তাব করেন।বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনের উপজেলা বিএনপি’র সহযোগীসংগঠন ছাত্র দল,যুব দল,স্বেচ্ছা সেবক দল,তাঁতী দল ও কৃষক দলের দুইশতাধিক নেতা কর্মী স্বতস্ফুর্ত অংশগ্রহন করেন।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি নেতা লালপিয়ামখুব বম,মংএনু মারমা,আবু নোমান,মোঃজসিম উদ্দিন,আবদুল কুদ্দুছ,মংসাগ্য মারমা, উচমং মারমা,অংসাথুই হেডম্যান,উসাইঅং মেম্বার,মালা বম প্রমূখ।