ভারত যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে বাংলাদেশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৩০ জানুয়ারি, ২০২১ ৯:১২ : অপরাহ্ণ 262 Views

করোনা ব্যবস্থাপনায় ভারত ও যুক্তরাষ্ট্র থেকে র‌্যাংকিংয়ে এগিয়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোওয়ি ইনস্টিটিউটের গবেষণায় বাংলাদেশ ওই র‍্যাঙ্কিংয়ে ৮৪তম অবস্থানে। ভারত ৮৬তম আর ভারতের চেয়েও পিছিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র (৯৪)।

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় পৃথিবীর ৯৮টি দেশের ব্যবস্থাপনা নিয়ে র‍্যাঙ্কিং বা ‘কোভিড পারফরম্যান্স ইনডেক্স’ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোওয়ি ইনস্টিটিউট। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।

গবেষণা ইনডেক্সে দেখা যায়, করোনা মোকাবেলায় সবচেয়ে সফলতা দেখিয়েছে নিউজিল্যান্ড। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে কিউইরা। দ্বিতীয় অবস্থান ভিয়েতনামের। এরপর যথাক্রমে তাইওয়ান, থাইল্যান্ড, সাইপ্রাস, রোয়ান্ডা, আইসল্যান্ড, অস্ট্রেলিয়া, লাটভিয়া ও শ্রীলংকা জায়গা করে নিয়েছে। মালয়েশিয়া রয়েছে ১৬তম অবস্থানে, বাহরাইন ৪৪তম, জাপান ৪৫তম, সুইজার‌ল্যান্ড ৫৩তম, ইতালি ৫৯তম, কানাডা ৬০তম ও ইসরাইল ৬২তম অবস্থানে রয়েছে। এছাড়া সৌদি আরব ৬৪তম, যুক্তরাজ্য ৬৬তম, পাকিস্তান ৬৯তম, ফ্রান্স ৭৩তম, তুরস্ক ৭৪তম র‌্যাংকিয়ে রয়েছে।

রাশিয়ার অবস্থান ৭৬তম, কুয়েত ৮০তম, দক্ষিণ আফ্রিকা ৮২তম, ইরাক ৮৩তম ও বাংলাদেশ ৮৪তম অবস্থানে রয়েছে। তবে বাংলাদেশের চেয়ে আরও পিছিয়ে পড়েছে ভারত। তালিকায় ৮৬তম র‌্যাংকিংয়ে রয়েছে ভারত। আর ভারতের চেয়েও পিছয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের শক্তিধর এ দেশটি করোনা ব্যবস্থাপনায় সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে। র‌্যাংকিংয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ৯৪। এর পরের অবস্থানে রয়েছে ইরান (৯৫), কলম্বিয়া (৯৬), মেক্সিকো (৯৭) ও ব্রাজিল সবচেয়ে তলানিতে (৯৮) রয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!