ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশের সমন্বিত কন্টিনজেন্ট


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৭ জানুয়ারি, ২০২১ ৩:১৬ : অপরাহ্ণ 342 Views

ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত প্যারেড কন্টিনজেন্ট।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সমন্বিত কন্টিনজেন্ট (মার্চিং ব্যান্ডসহ) এ প্যারেডে অংশ নেয়। আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লে. কর্নেল আবু মো. শাহনুর শাওন, পিএসসির নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চৌকস প্যারেড কন্টিনজেন্টটি সকাল ১০টা ৩৭ মিনিটে রাজপথে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের এ প্যারেডের প্রধান অতিথিকে সালাম প্রদর্শন করে। কুচকাওয়াজ শেষে আগামী ৩০ জানুয়ারি সমন্বিত কন্টিনজেন্টটি বাংলাদেশে ফিরবে।

এ কুচকাওয়াজে অংশগ্রহণ বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীসহ সব রাষ্ট্রীয় পর্যায়ে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদী দু’দেশের সংশ্লিষ্টরা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!