

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পাহাড় ধসের বিপর্যয় পরবর্তী দূর্গতদের পাশে থাকার প্রত্যয়ে পুর্ব নির্ধারিত জাঁকজমকপূর্ন ইফতার পার্টি অনুষ্ঠান বাতিল করলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা-এনডিসি।বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ইফতার পার্টি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিজের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন চেয়ারম্যান নিজেই।বোর্ড সূত্র জানিয়েছে,ইফতার পার্টি খাতে বরাদ্ধকৃত টাকা পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের কল্যাণে ব্যয় করা হবে।বুধবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা-এনডিসি,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইম লাইনে প্রদত্ত ষ্ট্যাটাসের মাধ্যমে জানান,পার্বত্য চট্টগ্রামে ভুমি ধসে মানবিক বিপর্যয় ঘটায় বোর্ডের পূর্ব নির্ধারিত ইফতার পার্টি বাতিল করে ইফতারের জন্য বরাদ্ধকৃত টাকা দিয়ে পাহাড়ে ভূমি ধ্বসে ক্ষতিগ্রস্তদের কল্যাণে ব্যয় করা হবে।পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন,শুক্রবার নির্ধারিত ইফতার পার্টি বাতিল করা হয়েছে।এর পাশাপাশি উন্নয়ন বোর্ড এর সকল কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন এর টাকা দান করা হবে।বোর্ডের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে,উন্নয়ন বোর্ডে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারিদের একদিনের বেতন বাবদ পাঁচ লাখেরও সামান্য বেশি টাকা হয়।কিন্তু বোর্ড কর্তৃপক্ষ ১০ লাখ টাকা দেওয়ার একটি সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিকভাবে।আর সেই লক্ষ্যে বোর্ডের কর্মচারি কল্যাণ ফান্ড থেকে আরো পাঁচ লাখ টাকা দেওয়ার ইচ্ছে আছে সংশ্লিষ্ট্য সকলের।চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে অনুমোদন নিয়ে এই ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে এবং দূর্গতদের পাশে দাঁড়াবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।এদিকে,এই প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে বিভিন্ন মহল।বোর্ড সূত্রে জানা গেছে,আজ শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসবেন।