মানুষ আমি
নয় কোন যন্ত্র,নয় কোন দানব
আমারও মন আছে,প্রাণ আছে
বুঝতেই চাই না কেহ!
মানুষ আমি
নয় কোন অলৌকিক কিছু
দেহ আছে মাথা আছে
তাই বলেই কি অবিরাম চলতে হবে?
মানুষ আমি
নয় কোন দেবতা, নয় অন্য কিছু
কাউকে পূজা দেবো, কেউ আমায় দিবে
এই রকম লোক নয় আমি।
মানুষ আমি
নয় কোন সুপার হিরো
সব সমস্যার সমাধানে
নেই কোন আমার কাছে যাদু।
মানুষ আমি
নয় কোন ফেরেশতা
আমারও যে ভুলভ্রান্তি হতে পারে
এ কথা ভুলে গেলে চলবে কেমন করে!
মানুষ আমি
নয় কোন কুস্তিগীর পালোয়ান
এক নিমিষেই শেষ করবো
বহু দিন ধরে জমে থাকা সব জঞ্জাল!
মানুষ আমি
নয় কোন জীব জন্তুু
যেখানেই ডাকবে চলে যাবো
যা দিবে তাই গ্রহণ করবো
এ রকম মনুষ্য জীব নয় আমি।
মানুষ আমি
নয় কোন অন্য গ্রহের প্রাণী
হাত পা চোখ মুখ নাক সবই আছে
অথচ দেখতেই পাচ্ছো না তুমি।
মানুষ আমি
আশরাফুল মাখলুকাত
জগতের সৃষ্টির সেরা জীব
ভেবে চিন্তে কথা বলো, পথ চলো
অন্যায় অসঙ্গির বিরুদ্ধে
প্রতিরোধ করো
আর সত্যের সাথে পথ চলো।
তবেই মানুষ আমি।