মো. আলী আশরাফ মোল্লা।
কীভাবে বেচে আছি জানে নাতো কেউ
মুখে আমার হাসি অন্তরেতে করে আগুন দাউ দাউ
বাহিরেতে সবার সাথেই হাসি মিশি করি মিষ্টি আলাপন
কতটুকু ভালো আছি সুখে আছি জানতে চাই না তো কেউ।
এমনিতেই বাহিরে ফিটফাট ভেতরে তো প্রচন্ড আগুন
নেভানোর নাম গন্ধ নাই সবায় বাড়িয়ে দেয় জ্বালা দ্বিগুন
আরাম নেই স্বস্থি নেই সুখ নেই নেই থাকার সুব্যবস্থা ও
বেশ ভালো আছি সুখে আছি বলেই প্রিয়জনদের কাছে অভিনয় করতে হয় প্রতিনিয়তই।
কোথায় আছে বন্ধু বান্ধব প্রিয়জন আত্বীয় পরিজন
কর্মযজ্ঞ ব্যস্তময় পৃথিবীতে কেউ রাখে না কারো খবর
সবাই যখন চরম আনন্দযজ্ঞে ব্যস্ত স্ত্রী পুত্র সন্তানাদি নিয়ে
আমি তখন ঠিক পিচঢালা রাস্তার মাঝখানে দাড়িয়ে থাকি অন্যের চলাচল মসৃণ করতে।