

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান জেলা পুলিশের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে উন্নতমানের খিচুড়ি বিতরণ করা হয়েছে।বুধবার সকাল ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা শহরের ৭টি আশ্রয়কেন্দ্রের ২০০০ নারী,শিশু ও পুরুষের মাঝে এই খিচুড়ী বিতরণ করা হয়।আশ্রয়কেন্দ্র গুলো হলো বান্দরবান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়,বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয়,কালেক্টরেট স্কুল,আলফারুক ইনস্টিটিউট,বাসষ্টেশন ওয়ার্ল্ড ভিশন আশ্রয় কেন্দ্র,হাফেজ ঘোনা সাইক্লোন সেন্টার,পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।দুপুর ১২টায় বান্দরবানের সংসদ সদস্য ও পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বালিকা উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেয়া দুর্গত নারী,শিশু ও পুরুষ এর মাঝে খিচুড়ী বিতরণ করে উক্ত কার্যক্রম এর আনুষ্ঠানিক শুভসূচনা করেন।বান্দরবান জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এর ঐকান্তিক ইচ্ছা ও প্রচেষ্টায় জেলা পুলিশ সুপারের নিজস্ব অর্থায়নে আয়োজিত খিচুড়ী বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক,বান্দরবান পৌরসভার মেয়র মোঃইসলাম বেবী,জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর,ফিলিপ ত্রিপুরা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শম্পা রানী শাহা,অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাত প্রমুখ।বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃরফিক উল্লাহ জানান,বান্দরবান জেলার মাননীয় পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সৌজন্যে বন্যা দুর্গতদের মাঝে অত্যন্ত সুশৃঙ্খলভাবে খিচুড়ী বিতরণ করা হয়েছে।কয়েক পদের সবজি,ডাল মিশ্রিত খিচুড়ীর সাথে প্রতিটি প্লেটে একটি করে সেদ্ধ ডিম সরবরাহ করা হয়।এছাড়াও বান্দরবান পুলিশের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে বিশুদ্ধ পানির জারও সরবরাহ করা হয়।
এদিকে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এর বিশেষ নির্দেশে দুুর্যোগে বিধ্বস্ত সড়ক মেরামত ও পুনরুদ্ধারের কাজ করেছেন বান্দরবান জেলা পুলিশের চৌকষ একটি টিম।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শম্পা রানী সাহা ও বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল্লাহ এর নেতৃত্বে বান্দরবানের পুলিশ সদস্যরা সড়কের উপর ধ্বসে পরা কাদামাটি পরিষ্কার করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার কাজ করেন।এসময় বান্দরবান পুলিশের প্রায় শতাধিক বিভিন্ন পদধারী পুলিশ সদস্যরা উক্ত সড়ক মেরামত ও পুনরুদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন বলে জানা যায়।