মো.আলী আশরাফ মোল্লা
কথা বলার সময় মুখে তোমার লেগে থাকে মিষ্টি হাসি
অথচ অন্তরে তোমার নিকষ ঘন কালো বির্দীণ রুপ
যেই কাছে আসবে মিশবে গভীর ভাবে সঙ্গে তোমার
সেই কেবল বুঝবে তোমার এই নিদারুণ দ্বিমুখী আচরণ।
ফেসবুক, ইউটিউব, টুইটার ও ম্যাসেঞ্জারে
দেখি আমরা কেবল তোমার সুন্দর বাহিরের রুপ
বাহিরেতেই তোমার মাত্র সুন্দর গোলগাল চেহারা
আর ভেতরেই তোমার যতসব ফাঁকফোকর গন্ডগোল।
অন্যের বেলায় আইনের ষোলআনায়
প্রয়োগ
আর নিজের ক্ষেত্রে সব শুভংকরের ফাঁকি
আইন আছে, রীতিনীতি আছে,আছে প্রয়োগও
অথচ আমার বেলায় আইনের উর্ধ্বেই নিজেকে ভাবী আমি।
রং ঢং মিশিয়ে মিথ্যার প্রলেপ দিয়ে কত কথাই না বলি
সত্যের বড় অভাবে এই সমাজে বাহবা পায় নিত্যদিনই আমি
এভাবে আর চলবে কতকাল! প্রতিরোধ করো মিথ্যার
বাধা দাও অন্যায়ের আর জয়গান গাও সত্যের।