হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতীর পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সুযোগ্য উপ ধর্ম বিষয়ক সম্পাদক রবিন বাহাদুরের পক্ষ থেকে, বান্দরবান জেলা ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক সদর উপজেলার সকল ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে বান্দরবান সদর উপজেলা ছাত্রলীগ।ইতিমধ্যে সদর উপজেলার ৪ নং সুয়ালক ইউনিয়ন, ৫ নং টংকাবতী ইউনিয়ন, ও ৬ নং জামছড়ি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রায় ২০০ ফলজ, ভেষজ, ও ঔষধী গাছ রোপন করেছে বান্দরবান সদর উপজেলা ছাত্রলীগ।
উল্লেখ্য যে এর আগে মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এম,পি মহোদয়ের পৃষ্ঠপোষকতায় সদর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করেছিলো বান্দরবান সদর উপজেলা ছাত্রলীগ।কর্মসূচির বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরিফ বলেন, পার্বত্য চট্রগ্রামের গনমানুষের নেতা,মাননীয় পার্বত্যমন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এম,পি মহোদয়ের দিকনির্দেশনা ও উৎসাহের কারনে সদর উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মী বরাবরই ইতিবাচক কাজে নিজেদের সম্পৃক্ত রেখেছে।কেন্দ্রীয় ছাত্রলীগের সুযোগ্য উপ ধর্ম বিষয়ক সম্পাদক রবিন বাহাদুর ভাই এবং আমাদের জেলা ছাত্রলীগের সুযোগ্য নেতৃবৃন্দ বরাবরই আমাদের ইতিবাচক কাজ করতে উৎসাহ যুগিয়ে থাকেন।পর্যায়ক্রমে সদর উপজেলার সকল ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে জানান তিনি।