

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-“দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ,আনবে টেকসই উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।র্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভা।অতিরিক্ত জেলা প্রশাসক মো:দিদারে আলম মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা দুর্যোগ ত্রাণ পুর্ণবাসন কর্মকর্তা মো:আলী আকবরসহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা দুর্যোগ মোকাবেলায় সকলকে পূর্ব প্রস্তুুতি গ্রহণের আহবান জানান এবং বলেন,দুর্যোগের ভয়াবহতা থেকে রক্ষা পেতে সকলকে সচেতন হতে হবে এবং দুর্যোগকালীন সবাইকে একসাথে কাজ করতে এগিয়ে আসতে হবে।