আলীকদমে পানি সংকট নিরসনে কাজ করছেন সেনাবাহিনী


এস,এম,জুয়েল (আলীকদম) প্রকাশের সময় :২৫ এপ্রিল, ২০২০ ৮:৫৬ : অপরাহ্ণ 1529 Views

পাহাড়ি জেলা বান্দরবানের আলীকদম উপজেলার বিভিন্ন স্থানে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ পুকুর, নলকূপ শুকিয়ে গেছে, খাবার পানি থেকে শুরু করে ব্যবহারের পানিও মিলছে না কিছু কিছু এলাকায়। শনিবার (২৫ এপ্রিল) সকালে হঠাৎ করে বাংলাদেশ সেনাবাহিনী, আলীকদম সেনা জোনের ২৩বীরের একটি টিম, তীব্র পানি সংকটে থাকা আমতলী পাড়ায়, সিলেটি পাড়া সহ পানি সংকটে থাকা বিভিন্ন এলাকায় পানি বিতরণ করেন।
সরেজমিনে দেখা যায়- ০১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডে সেনাবাহিনীর পানিভর্তি গাড়ি প্রবেশ করলে, পানি সংকটে থাকা এলাকাবাসীরা পানির জন্য কলসি নিয়ে ছুটে আসেন, কলসি ভর্তি পানি পেয়ে আনন্দিত এলাকাবাসী।
আলীকদম জোনের ওয়ারেন্ট অফিসার ইহসান উল্লাহ জানাই- আলীকদম সেনা জোনের, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাইফ শামীম পিএসসি মোহদয়ের নির্দেশে পবিত্র মাহে রমজান উপলক্ষে, খাবার পানির সংকটে থাকা বিভিন্ন এলাকায়, আমরা খাবার পানি বিতরণ করে আসছি। আমরা জানি পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে তীব্র পানি সংকট দেখা দিচ্ছে, পর্যায়ক্রমে আমরা বিভিন্ন স্থানে খাবার পানি বিতরণ করব।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!