করোনায় আক্রান্ত পুলিশের জন্য ৩ হাসপাতাল প্রস্তুত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৩ এপ্রিল, ২০২০ ৮:৪০ : অপরাহ্ণ 372 Views

দেশে মহামারী করোনাভাইরাসে প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছেন মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যরা।

আইইডিসিআরের তথ্যানুযায়ী, ২২ এপ্রিল পর্যন্ত সারাদেশে মোট ২১৭ জন পুলিশসদস্যের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের সুরক্ষা ও চিকিৎসায় তিনটি হাসপাতাল প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

এসব হাসপাতালে একসঙ্গে ৬০০ জন পুলিশ চিকিৎসা নিতে পারবেন।

বুধবার পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ঢাকার রাজারবাগের ২৫০ বেডের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আরও দুই হাসপাতল সংযুক্ত করা হয়েছে। হাসপাতাল দুটি হলো – ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল ও সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। এই দুই হাসপাতালে মোট ৪৫০টি বেড রয়েছে।

এ বিষয়ে বুধবার আইজিপি বেনজীর আহমেদ বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের অন্যান্য হাসপাতালগুলোতেও পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রাখা হচ্ছে। এছাড়া দেশের পাঁচটি বিভাগে চিকিৎসার আয়োজন করা হচ্ছে। বিভাগীয় হাসপাতালেও চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।

নবনিযুক্ত আইজিপি আরও বলেছেন, পুলিশের জন্য ৫০টি আইসিইউ শয্যা প্রস্তুত রয়েছে। এছাড়া ভাড়া করা দুই হাসপাতালের আইসিইউতে পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

পুলিশ সদর দফতরের তথ্যমতে, আক্রান্ত ২১৭ জনের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১১৭ জন। এদের কেউই এখনও সুস্থ হতে পারেননি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!