গভীর রাতে তুমুল বৃষ্টি উপেক্ষা করে বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের মহানুভবতা


প্রকাশের সময় :১৩ জুন, ২০১৭ ৩:৪৫ : পূর্বাহ্ণ 664 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বন্যা দুর্গত শরণার্থীদের মাঝে শুকনো খাবার,কলা ও বিস্কিট বিতরণ করেছে বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।দিবাগত রাত ২ টা ৩০ মিনিটের সময় বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি নাজমুল হোসেন বাবলুর নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোমী কিছু নেতৃবৃন্দ দুর্যোগ এর কঠিন সময়ে শুকনো খাবার নিয়ে ঝাপিয়ে পরেন বান্দরবান সরকারি বালিকা বিদ্যালয়ে আশ্রিত সাধারণ মানুষদের সাহায্যার্থে।এসময় নাজমুল হোসেন বাবলু ছাড়াও জেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মিশু,কলেজ ছাত্রলীগের রিমন বড়ুয়া,সাকের রহমান ও যুবলীগ কর্মী রানা চৌধুরী উপস্থিত ছিলেন।প্রচন্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ কে আশ্রিত লোকজন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।তাদের বক্তব্য রমজানের এই পবিত্র সময়ে এতো গভীর রাতে উদ্যোমী এই তরুনেরা যা করলেন তা আমাদের জন্য অনেক কিছু,এতোটুকুই বা এতো গভীর রাতে কয়জনে করেন।কলেজ ছাত্রলীগ সভাপতি নাজমুল হোসেন বাবলু জানান,এই কেন্দ্রের ৮০ থেকে ৯০ জনকে আমরা আমাদের সাধ্যের মধ্যে যতটা সম্ভব দেয়ার চেষ্টা করেছি।যেহেতু দুর্যোগ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে পাশাপাশি নিত্যনতুন জায়গা প্লাবিত হচ্ছে সেহেতু বান্দরবান জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা করে আরও বৃহৎ পরিসরে আমরা বন্যায় ক্ষতিগ্রস্থ জনসাধারণের পাশে দাড়াবার চিন্তা ভাবনা করছি।এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বান্দরবান জেলা আওয়ামীলীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে বন্যা দুর্গতদের পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন।১৩ জুন মঙ্গলবার প্রথম প্রহরে (দিবাগত রাত ১ টায়) ফেসবুকে এ্যাস্টেটাস দিয়ে তিনি নিজদলীয় নেতাকর্মীদের প্রতি এই আহবান ব্যাক্ত করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!