

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে জেলা আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল (১১ জুন) রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শম্পা রাণী সাহা, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস,পৌর মেয়র ইসলাম বেবী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার সহ বান্দরবান জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তারা।আইন শৃঙ্খলা সভায় বক্তারা বলেন “পবিত্র রমজানে নিত্য প্রযোজনীয় দ্রব্যমূল সহনীয় পর্যায় রাখতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করতে হবে।পবিত্র রমজানে জেলার আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা আহবান করেন বক্তারা”।