বান্দরবানে দুই ফার্মেসীসহ ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করা হয়। বুধবার (৮এপ্রিল)বেলা ১১টায় বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) হাবিবুল হাসানের নেতৃত্বে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সংক্রমণ রোধে জনগনের নিরাপদ দুরত্ব নিশ্চিত করতে সেনা বাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা কালে করোনা ভাইরাস (কভিড-১৯) থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে প্রধান মন্ত্রীর দেয়া নির্দেশনা অমান্য করে নিরাপদ দুরত্ব বজায় না রেখে ঔষদ বিক্রয় করায় বান্দরবান সদর বাজার এলাকার বাসন্তী ফার্মেসীকে ২ হাজার টাকা,এম আর ফার্মেসীকে ১ হাজার টাকা ও চট্টগ্রামের চন্দনাইশ থেকে ভাড়া নিয়ে বান্দরবান আসায় মাহিন্দ্র পিকাপ চালক শফি আলমকে ১ হাজার টাকা এবং প্রকাশ্যে ধূমপান করায় বিষ্ণু পদ দাশকে ৩ শত টাকা মোট ৪ হাজার ৩ শত টাকা জরিমান করেন। এ সময় বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) হাবিবুল হাসান বলেন সরকারী নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমন রোধে এধরনের কল্যাণ মূলক অভিযান অব্যাহত থাকবে এবং জনগণকে অপ্রয়োজনে নিজ বাসস্থান থেকে বাইরে না আসার আহ্বান জানান।