

বিভিন্ন মাধ্যমে হকারদের কষ্টের কথা শুনে তাদের পাশে দাড়াতে এগিয়ে এলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কাজল কান্তি দাশ।তারই অংশ হিসাবে আজ শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ জেলার ১৪ জন হকারকে আর্থিক সহায়তা প্রদান করেন।এসময় বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, সময়টিভি’র প্রতিনিধি এস বাসু দাশ,এনটিভি’র প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার,সিএইচটি টাইমস ডটকমের প্রকাশক লুৎফুর রহমান উজ্জ্বল,ডিবিসি টিভি’র প্রতিনিধি সৈকত দাশ উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্র জানায়,বিভিন্ন মাধ্যমে হকারদের কষ্টের কথা শুনে তাদের পাশে দাড়াতে এগিয়ে আসেন তিনি।আর এরি অংশ হিসাবে আজ শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ জেলার ১৪ জন হকারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় সাব এজেন্ট মো: নাসির উদ্দিন চৌধুরী বলেন,২৫ মার্চের আগে বান্দরবান সদরে পত্রিকা আসত ৩০টি।আর এখন পত্রিকা আসে মাত্র ৭টি।আর এই পত্রিকা বিক্রি করে ভালো মত কমিশন পায় না,আমরা সত্যি চরম সংকটে দিন পার করছি।তিনি আরো জানান,পরিবারের সব চাহিদা পূরণ করতে পারি না। বর্তমানে যে পত্রিকা আসছে তা বিক্রি করে সংসারের খরচ চালাতে পারি না।এবিষয়ে,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ জানান, আমি পত্রিকার হকারদের কষ্টের কথা শুনে তাদের পাশে থাকতে চেষ্টা করছি মাত্র।সমাজের বিত্তবানদের উচিত এই সময়ে ওদের পাশে থাকা।