করুনা ভাইরাসের কঠিন দু:সময়ে বান্দরবানের তরুণ যুবলীগ নেতা আসিফ ও তার সহযোদ্ধা বন্ধু রানা চৌধুরী এর মানবসেবা অনুকরণীয় হয়ে থাকবে বলে মনে করেন এলাকার প্রবীণরা। লকডাউনে যখন পাহাড়ী জেলা বান্দরবানের পর্যটন শিল্পসহ বিভিন্ন মিস্টির শো-রুম দোকান পাট, ব্যবসাবানিজ্য, হাটবাজার থেকে শুরু করে সকল কিছুই যখন বন্ধ হয়ে গেছে। স্থবির হয়ে পড়েছে জনজীবন। কর্মহীন হয়ে পড়া গরীব নিম্ন আয়ের মানুষগুলো যখন পরিবারের খাদ্য যোগান দিতে হিমশিমের মধ্যে রয়েছে। তখনি প্রশাসনের পাশাপাশি বান্দরবানের অনেক যুবক অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। তাদের একজন বান্দরবানের তরণ উদ্যোগতা যুগলীগ নেতা মোঃ আসিফ আকবর ও তার বন্ধু আরেক যুব নেতা রানা চৌধুরী মানবসেবায় নেমে পড়েছেন। সে অসহায় নিম্ন আয়ের মানুষগুলোর প্রতি সামাজিক মানবিকতা দেখিয়ে যাচ্ছেন। সে শহরের খোঁজে খোঁজে রিকশা, ভ্যানচালক থেকে শুরু করে দিনমজুর, অসহায় কর্মহীন মানুষদের খাদ্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় নবম বারের মত বান্দরবানের মধ্যম পাড়ার এক এতিম বৃদ্ধা মহিলা যার বয়স প্রায় ৭০ এর বেশী, যার এই জগতে স্বামী,ছেলে মেয়ে কেউ নাই, একা একজন জীবন যোদ্ধে চালিয়ে যাচ্ছেন ছোট্ট একটি কুড়ো ঘরে সেই বৃদ্ধার সাথে দেখা করে ভাল মন্দ খবারা খবর নিয়ে জরুরী খাদ্য সামগ্রী প্রদান ,চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণ ও নগদ অর্থ প্রদান করেছেন বান্দবানে যুবকদের আইকন যুগলীগ নেতা মোঃ আসিফ আকবর ও তার বন্ধু আরেক যুব নেতা রানা চৌধুরী ।
তরুণ যুবক মোঃ আসিফ আকবর ও রানা চৌধুরী বলেন, সারাদেশে করোনাভাইরাসের কারণে বান্দরাবনে নিম্ন আয়ের অসহায় ও গরিব পরিবারে অনেক মানুষ অনাহারে দিন যাপন করছে। তাই তিনি ও তার বন্ধু রানা চৌধুরী দুই বন্ধু মিলে নিজ অর্থ দিয়ে কিছু উপহার নিয়ে অসহায় মানুষগুলোর পাশে দাড়ানোর চেষ্টা করেছি।
আফিস ও তার বন্ধু রানা চৌধুরী সমাজের বিত্তবানদের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।