মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ডের অলিতে-গলিতে জীবাণুনাশক স্প্রে এবং মশা ধ্বংশকৃত স্প্রে করেন এবং জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন সতর্কতা মূলক নির্দেশনা দেন এবং দুয়ারে দুয়ারে গিয়ে গরীব দুখী মেহনতী মানুষের খবর নিচ্ছেন ওয়ার্ড কাউন্সিলর সৌরভ দাশ শেখর।
যে সময়ে করোনা ভাইরাসের আতঙ্কে মানুষ ঘর থেকে বের হচ্ছে না তখন ওয়ার্ড কাউন্সিলর শেখর দাস নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওয়ার্ডের আসহায় দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন৷ দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সৌরভ দাশ শেখর বলেন, আমরা বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবি মহোদয়ের সহযোগিতায় অসহায় পরিবারের মাঝে আমাদের সামান্য সামগ্রীটুকু উপহার দিয়ে তাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। আমরা বান্দরবান পৌরসভার প্রতিটা ওয়ার্ডের কাউন্সিলর এভাবে জনগনের সেবাই কাজ করে যাচ্ছেন বলে জানান সৌরভ দাশ শেখর, এবং তিনি আরো বলেন এই মহামারীর সময়ে সকলকে জনগনের সেবাই এগিয়ে আসার আহবান জানান।