করোনাভাইরাসের কারণে তৈরি পোশাক শিল্পের দুঃসময়ে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জার্মানির ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ক মন্ত্রী গার্ড মুলার। সহযোগিতা চেয়ে বিজিএমইএ সভাপতি রুবানা হকের চিঠি দিলে এ আশ্বাস দেন তিনি।
গার্ড মুলার জানান, বর্তমান পরিস্থিতিতে এ খাতের নিয়মিত পণ্যগুলোর চাহিদা কমে যাওয়ায় অর্ডার বাতিল হচ্ছে। তবে স্বাস্থ্যখাতের কর্মীদের সুরক্ষায় মেডিকেল পোশাকের যে চাহিদা তৈরি হয়েছে সে সব পোশাকের ক্রয়াদেশ পাবে বাংলাদেশ।
এদিকে বিজিএমইএর এক বিবৃতিতে জানানো হয়, ২৫ মার্চ পর্যন্ত ৯শ ৩৬ টি কারখানার ৮০ কোটি পিসেরও বেশি পোশাকের ক্রয়াদেশ স্থগিত করেছে বিদেশি ক্রেতারা। যেগুলোর রপ্তানি মূল্য প্রায় ২শ ৫৮ কোটি মার্কিন ডলার।
দেশে স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা পোশাকের ঘাটতি কমাতে “মানুষের জন্য ফাউন্ডেশনের” সাথে যৌথভাবে কাজ করবে বিজিএমইএ।