বান্দরবানে করোনা আক্রান্ত সন্দেহে চীন প্রবাসী এক নারীসহ একই পরিবারের ৫ জনকে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে বলে জানিয়েছেন বান্দরবান সদর হাসপাতালের সিভিল সার্জন ডা: অংসুই প্রু ।
আজ বুধবার (১৮মার্চ) দুপুরে জেলার একটি উপজেলা থেকে বান্দরবান সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে নিয়ে আসা হয় ।
সিভিল সার্জন আরও বলেন, চীন প্রবাসী মেয়েটি গতকাল বান্দরবানে এসেছিল । তাকে হোম কোয়ারেন্টাইন এর কথা বলা হয়েছিল কিন্তু সে হোম কোয়ারেন্টাইন মানেনি । তাই প্রশাসনসহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা গিয়ে তাকে বলি, তারা সুস্থ।
তিনি আরো বলেন,আমরা সকলের নিরাপত্তার কথা চিন্তা করে ওই পরিবারের ৪ জনকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে নিয়ে এসেছি।সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে আইসোলেশনে থাকা ১ নারী হাসপাতাল থেকে পালিয়েছেন।তাকে উদ্ধার করে পুনরায় হাসপাতালে ফিরিয়ে আনতে কাজ করছে বান্দরবান এর স্বাস্থ্য বিভাগ।