বান্দরবানে সম্মীলিত ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত


প্রকাশের সময় :১১ জুন, ২০১৭ ২:৪৮ : পূর্বাহ্ণ 622 Views

মোহাম্মদ আলী বান্দরবান জেলা প্রতিনিধি:-বান্দরবানের সম্মীলিত ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিভিন্ন মসজিদের খতিব,রাজনৈতিক ব্যাক্তি,আইনজীবি, ব্যবসায়ী,বিভিন্ন বিভাগের কর্মকর্তা,জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক সহ সমাজের সুধিজনদের নিয়ে ইফতার-দোয়া মাহ্ফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।১০জুন শনিবার বিকাল সাড়ে ৫টায় বান্দরবান আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এর আয়োজন করা হয়।বান্দরবানের সম্মীলিত ব্যবসায়ী সমিতির আহবায়ক অমল কান্তি দাশ এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও বান্দরবান বাজার শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য বাবু কাজল কান্তি দাশ,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর,উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম.আব্দুল আজিজ,সহকারী সিভিল সার্জন ডাঃ অং শৈ প্রæ,জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি এডভোকেট মোঃজয়নুল আবেদীন,মাসিক নীলাচল পত্রিকার সম্পাদক আলহাজ্ব মোঃ ইসলাম কোম্পানী, বান্দরবান সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জামান উদ্দীন চৌধুরী,সদর থানার অফিসার ইনর্সাজ (ওসি) রফিকুল্লাহ,লামা উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃইসমাইল,বান্দরবান হিলভিও হাসপাতাল (প্রাঃ) এর চেয়ারম্যান এডভোকেট মোঃআবুল কালাম,বান্দরবান নাইট হেভেন আবাসিক হোটেল লিমিটেড এর স্বত্তধিকারী (এমডি) হাজ্বী মোহাম্মদ ইসমাইল,বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্ছু,সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মনু,বান্দরবান হোটেল ও রেস্টুরেন্ট মালিক সমিতি সভাপতি গিয়াস উদ্দীন মাস্টার,সাধারণ সম্পাদক অনুরুধ দাশ,২নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মোঃআলী,০৭নং ওয়ার্ড পৌর কাউন্সিলর শামসুল ইসলাম সামু,৯নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আবুল কালাম,৮নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান খোকন,এছাড়াও বান্দবানের সম্মীলিত ব্যবসায়ী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সমিতির অন্যান্য দায়িত্বশীলগণ,সরকারী বেসরকারী কর্মকর্তা,সুশিল সমাজের বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন।এছাড়াও ইফতার মাহফিলে আলেম ও খতিবদের মধ্যে উপস্থিত ছিলেন,বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মৌলানা আলাউদ্দীন ইমামী,বান্দরবান থানা জামে মজিদের খতিব ও ইমাম সমিতির সভাপতি ক্বারী মৌলানা নুরুল আমিন,বান্দরবান জজ কোর্ট জামে মসজিদের খতি মাওলানা মুজিবুল হক প্রমুখ।প্রধান অতিথি বলেন বান্দরবান একটি সম্প্রীতির জেলা এই জেলায় প্রত্যেক ধর্মের লোকসহ ১৩টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস,এখানকার জনগণ শান্তিতে যার যার ধর্ম পালন করে থাকে,কেউ কারো ধর্মকে ছোট করে দেখা বা অসম্মান করার সুযোগ নেই।আমরা সকলে মিলেমিশে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়,আমাদের সরকার ঘূর্ণিঝড় অগ্নিকান্ডসহ যে কোন দূর্যোগে ক্ষতিগ্রস্থদের ত্রাণ নগদ অর্থ সহ বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছে,আগামীতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তরা বলেন, নামাজের মত রমজান শরীফের রোজাকে আমাদের উপর ফরজ করা হয়েছে,মহান আল্লাহ বলেন,রোজা একমাত্র আমার জন্য,যে ব্যক্তি যথাযত নিয়মে রমজান মাসের ফরজ রোজা পালন করবে,তাঁর পুরুস্কার আমি নিজ হাতে ঐ বান্দাকে দিবে,রোজা দারের মুখের গন্ধ আল্লাহর নিকট মেস্ক আম্বরের চেয়ে প্রিয়। আর যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা সম্পদের সঠিক হিসাব করে তার উপর যত পরিমাণ যাকাত আসে সেই পরিমাণ যাকাত গরীব-মিসকিনদের দিয়ে দেওয়া ফরজ,কারণ যাকাতের টাকার মালিক গরীব-মিসকিনরা।নামাজ রোযার মত যাতাক ও ফরজ।বান্দরবানের সম্মীলিত ব্যবসায়ী সমিতির মধ্যে রয়েছে বান্দরবান আবাসিক হোটেল,মোটেল,গেষ্ট হাউজ মালিক সমিতি, বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতি,বান্দরবান হোটেল ও রেস্টুরেন্ট মালিক সমিতি,বান্দরবান বাজার মুদির দোকান ব্যবাসায়ী কল্যাণ সমবায় সমিতি,বান্দরবান ব্যবসায়ী কল্যাণ পরিষদ, বান্দরবান চাউল বাজার মালিক সমিতি,বান্দরবান পরিবেশক এসোসিয়েশন,বান্দরবান কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি।বান্দরবানের সম্মীলিত ব্যবসায়ী সমিতির আহবায়ক অমল কান্তি দাশ উপস্থিত সকলকে উপস্থিত হওয়ার জন্য শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।পরিশেষে দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সহ দেশ ও সমগ্র মানব জাতির কল্যানে বিশেষ মুনাজাত করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!