বান্দরবান পৌর এলাকার বড় ক্যাং এর মোড় এলাকায় অভিযান চালিয়ে ৯০ লিটার দেশীয় চোলাই মদ ও মাহিন্দ্র গাড়িসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত মদ ব্যবসায়ীরা হলেন, সুই মা ঞো মার্মা (৪৮), ক্রা প্রু মা মার্মা (৫৬), মং এ সিং মার্মা (৩২), তারা সবাই বান্দরবানের রাজবিলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর মতনজয় পাড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১১ মার্চ) সকালে চোলাই মদ ভর্তি একটি মাহিন্দ্র গাড়ি বান্দরবান সদর পৌরসভার ০৪ নং ওয়ার্ডের বড় ক্যাং এর মোড় সংলগ্ন কলা পাড়াস্থ পাকা রাস্তার উপর পৌঁছালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল তল্লাশী করে ৯০ লিটার মদ উদ্ধার করে এবং ১টি মাহিন্দ্র গাড়িসহ ৩ জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, মাদকের করাল গ্রাস তরুন সমাজকে মারাত্মকভাবে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করার জন্য বান্দরবান জেলা গোয়েন্দা শাখা মাদক বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।