বান্দরবানে জোরপূর্বক জমি দখলের পায়তারা,মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদ জানিয়ে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে কাজী নিরুতাজ ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে কাজী নিরুতাজ ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, ২০১২ সাল থেকে বান্দরবানের সুয়ালকের সুলতানপুর এলাকায় আমি ৪.৮০শতক জমি শামসুন্নাহার এর কাছ থেকে দলিল মুলে গ্রহণ করে বসবাস করে আসিতেছি।
কিন্তু সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যানু মারমার পরোক্ষ ইন্দনে মরজুম বিবি,শাহানাজ পারভিন ,নাছির এবং জহির নামে এক সন্ত্রাসী আমার জমির কিছু অংশ দখল করে নিয়েছে এবং আমাকে মামলা দিয়ে হয়রানি করছে। এসময় তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যানু মারমাকে আমি এই জমি নিয়ে কয়েকবার বিচার দিলে ও তিনি তার সুষ্ট বিচার না করে উল্টো মরজুম বিবি,শাহানাজ পারভিন,নাছির ও জহির নামে এক সন্ত্রাসীর সাথে হাত মিলিয়ে আমাকে হেনেস্থা করে যাচ্ছে এবং আমার জমি তাদের দখলে নেওয়ার অপ্রচেষ্টা চালাচ্ছে।
এসময় সংবাদ সম্মেলনে কাজী নিরুতাজ ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা ঘটনায় জড়িত দোষি ব্যক্তিদের শাস্তি দাবি করে এবং আইনের সুষ্ঠ প্রয়োগের মাধ্যমে হয়রানি থেকে রক্ষা পাওয়ার জন্য সকলের কাছে আবেদন জানান।
সংবাদ সম্মেলনে এসময় কাজী নিরুতাজ ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা এবং বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।