হেডম্যান-কারবারি এক সাথে চলি, প্রথা রীতি নীতি সংরক্ষণে এক থাকি এই শ্লোগানের মধ্যে দিয়ে বান্দরবানে রুমা উপজেলার হেডম্যান ও কারবারি কল্যাণ পরিষদের আয়োজনে ২নং সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হেডম্যান-কারবারিদের এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে ও বোমাং রাজার সার্কেলে রীতি নীতি প্রথা দিন দিন বিলুপ্তের পথে। যার যার জনগোষ্ঠীর রীতি নীতি প্রচলিত প্রথাগত আইন, রীতিনীতি, বিচার ও শাসন পদ্ধতি যুগোপযোগী হেডম্যান ও কারবারিদের অগ্রণী ভূমিকা রাখতে অতি জরুরী। এদিকে পার্বত্য চট্টগ্রামে ১৯০০ রেগুলেশনোযায়ী হেডম্যানদের উপর অর্পিত দায়িত্ব থাকার পরও পার্বত্য এলাকার অধিকাংশ জমি বন বিভাগের দখলে রয়েছে।আরো জানান, পার্বত্য জেলার সামাজিক শৃঙ্খলা রক্ষা,ভূমি ব্যবস্থা পরিচালনাসহ সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্য, রীতি-নীতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার খুবই জরুরী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী ২০২০) সকালে আয়োজিত অনুষ্ঠানে বান্দরবান জেলা কারবারি কল্যাণ ফোরামের সহ সভাপতি আথুইমং মারমা ও হেকাকপ সাধারণ সম্পাদক হেডম্যান উনিহ্লা মারমা এর সঞ্চালনায় ৩৫৬নং পলি মৌজা হেডম্যান চিংসাঅং মারমা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং সদর ইউপি চেয়ারম্যান শৈবং মারমা(শৈমং),১নং পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা,৩নং রেমাক্রী প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম সহ সকল মৌজা হেডম্যান-কারবারী প্রমুখ। পরে বান্দরবান হেডম্যান-কারবারী কল্যাণ পরিষদে সভাপতি সকল বন সংরক্ষণে প্রতিনিধিত্বের প্রতি আহবান জানান,ঐক্য, একতাবদ্ধ হয়ে কাজ করার।