বান্দরবানে রুমা উপজেলার যৌথ অভিযানে প্রায় ১একর পপি(আফিম) ক্ষেত ধ্বংস করা হয়েছে।
বুধবার(১৯ ফেব্রুয়ারি) সকালে রুমা জোন (২৭ ইবি) সদর হতে লেফটেন্যান্ট মোঃ তামজীদ সোবায়ের ভূঁইয়া এর নেতৃত্বে একটি স্পেশাল টহল দল- সেনা ও পুলিশের যৌথ উদ্যোগে বাজার পাড়া আর্মি ক্যাম্প থেকে দক্ষিণ-পশ্চিমে শ্যামা ঝিরি পাড়া এলাকায় শ্যামা ঝিরি এবং আশে পাশের এলাকায় অভিযান চালিয়ে ০৩ টি চাষকৃত আফিম ক্ষেত আনুমানিক ০১ একর জমির গাছ ধ্বংস ও পুড়ে ফেলা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আফিম চাষিরা পালিয়ে যায়।এ বিষয়ে নিশ্চিত করে রুমা প্রতিনিধি মংহাইথুই মারমাকে জানানো হয়েছে।
এতে লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ গোলাম আকবর, পিএসসি, রুমা জোন কমান্ডার জানান, যে সেনাবাহিনী ও পুলিশবাহিনী এ দুই বাহিনী মিলে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।