

বান্দরবানের আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দীন টানা দ্বিতীয় বার বান্দরবান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। টানা দ্বিতীয় বারের মত গত ১১ ফেব্রুয়ারি সকালে বান্দরবান জেলা পুলিশ কল্যাণ সভায় আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দীনকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুলিশ সুপার বান্দরবান জনাবা জেরিন আখতার বিপিএম মহোদয়ের কাছ থেকে বিশেষ সম্মাননা পুরস্কার লাভ করেন। উল্লেখ্য, আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দীন দাপ্তরিক কর্মকাণ্ড এবং সাফল্য মন্ডিত বিভিন্ন কার্যক্রম সুষ্ঠু, সুন্দর, নির্ভুল ও সূচারুরূপে প্রতিপালন করায় সার্বিক বিবেচনায়। জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনিত হন জানুয়ারি ২০২০। এর আগে গত (ডিসেম্বর ২০১৯)মাসে সাফল্য মন্ডিত বিভিন্ন কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করায় আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দীন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনিত হয়েছিলেন। ইতিমধ্যেই তিনি শাহজাদপুরে মাদক দ্রব্য ও জুয়ার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে, সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে সকল মহলে প্রশংসিত হচ্ছেন।