রুমায় প‌পিক্ষেত ধ্বংস ক‌রে‌ছে যৌথবা‌হিনী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৫ ফেব্রুয়ারি, ২০২০ ১১:১২ : অপরাহ্ণ 587 Views

বান্দরবা‌নের রুমায় অভিযান চালিয়ে প‌পিক্ষেত ধ্বংস ক‌রে‌ছে যৌথবা‌হিনী। শ‌নিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থে‌কে ২টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা অভিযান চা‌লি‌য়ে এ প‌পিক্ষেত ধ্বংস করা হয়।

রুমা জোন ২৭ ই-বেঙ্গলের অধীনস্থ বগালেক আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার হায়াতুন নবীর নেতৃত্বে একটি সেনা টহল দল ও সামরিক গোয়েন্দা সংস্থা যৌথ অভিযান পরিচালনা করে। এসময় রুমা বাজার থেকে ২৫-২৬ কিলোমিটার দূরবর্তী মেনদুই পাড়ার তুইক্য ঝিড়ি এলাকার সাকসি ম্রোর ছে‌লে সিংচং ম্রোর (৩২) ১ একর ৫০ শতক জমির পপি ক্ষেত ধ্বংস করা হয়। ত‌বে ঘটনাস্থ‌লে মালিককে পাওয়া যায়‌নি।

এ বিষয়ে রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম আকবর ব‌লেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!