খাগড়াছড়িতে ৩০ জুন পর্যন্ত জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ


প্রকাশের সময় :৯ জুন, ২০১৭ ১:৪৮ : পূর্বাহ্ণ 590 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ৩০ জুন পর্যন্ত জেলায় জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।সম্প্রতি সময়ে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলা প্রশাসন বিশেষ আইন শৃঙ্খলা সভার আয়োজন করে।গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো:রাশেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ আইন শৃঙ্খলা সভায় সম্প্রতি সময়ে রাঙামাটির লংগদু ঘটনা ও কল্পনা চাকমা অপহরণের সুষ্ঠু বিচারের দাবিতে আঞ্চলিক কিছু সংগঠন পাল্টাপাল্টিা কর্মসূচি পালন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছে। যারা পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী বাঙালীদের সহাবস্থানের সম্প্রীতিকে বিনষ্ট করতে চায় তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, আঞ্চলিক সংগঠনের নেতৃত্বে থাকা নেতাকর্মীদের সাথে নিয়ে প্রশাসনকে বৈঠকে বসার পরামর্শ দেন সভায় উপস্থিত অনেকে।খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী তাঁর বক্তব্যে বলেন,পাহাড়ে আওয়ামীলীগ সরকারের চলমান উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে কিছু কুচক্রী মহল পাহাড়ে সাম্প্রদায়িক হামলার মতো ঘটনা ঘটাচ্ছে।তারা সংখ্যায় খুব কম। তাদের চিহ্নিত করে সামাজিক ভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।পাশাপাশি,পাহাড়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করে যেতে অনুরোধ জানান তিনি।জেলা প্রশাসক মো:রাশেদুল ইসলাম বলেন,আগামী ৩০ জুন পর্যন্ত খাগড়াছড়ি জেলার জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে কোন প্রকার সভা সমাবেশ করতে প্রশাসন অনুমতি দিবে না।বিশেষ প্রয়োজনে অনুমতি সাপেক্ষে তা শিথিল করা হবে।জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের সহযোগীতার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সিসি ক্যামেরা স্থাপনে পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি পৌরসভার হস্তক্ষেপ কামনা করেন তিনি। আগামী ১১ জুন জেলায় পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের আহুত অর্ধদিবস হরতাল কর্মসূচি প্রত্যাহার করতে সংগঠনটির সাথে যোগাযোগ করতেও সিদ্ধান্ত হয় সভায়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,পুলিশ সুপার আলী আহমদ খান,খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেড মেজর মাশেকুর রহমান,৩২ বিজিবি’র অধিনায়ক লে:কর্ণেল হাসানুজ্জামান,জেলা আনসার অ্যাডজুট্যান্ট এস এম মুজিবুল হক পাভেল,এনএসআই খাগড়াছড়ি জেলার যুগ্ম পরিচালক নাসির উদ্দিন,ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কৃষ্ণ চন্দ্র চাকমা,খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম,খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক এস এম শফি,খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া,খাগড়াছড়ি প্রতিদিন ডটকম’র সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!