বান্দরবান সদরের পৌর এলাকার ১নং ওয়ার্ডের ভরাখালের উপর নির্মিত গার্ডার ব্রীজের উদ্বোধন ও আবুল নগর (কসাই পাড়া) মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৬০লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান পৌর এলাকার ভরাখালের উপর নির্মিত গার্ডার ব্রীজ ও ১৫ লক্ষ টাকা ব্যায়ে সদরের আবুল নগর (কসাই পাড়া) মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরিন আক্তার (বি.পি.এম),অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, সদস্য মোজাম্মেল হক বাহাদুর,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোঃ আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত সহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
পরে এক আলোচনা সভায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, অনেকদিন ধরে একটি ব্রীজের জন্য এলাকার মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছিল। আজ এই ব্রীজ নির্মাণের মাধ্যমে প্রায় হাজারেরও বেশি লোকের
যাতায়াতের সুবিধা নিশ্চিত করা হল।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জানায়, ৬০লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ ব্রীজটির ফলে শত শত মানুষ যাতায়াত সুবিধার আওতায় এসেছে।