সিএইচটি টাইমস ডটকমের স্পোর্টস এম্বাসেডর হলেন তারকা ফুটবলার সোহেল!


নিজস্ব প্রতিনিধি (সিএইচটি টাইমস ডটকম) প্রকাশের সময় :৩০ ডিসেম্বর, ২০১৯ ২:৪৮ : পূর্বাহ্ণ 631 Views

বান্দরবান জেলা প্রশাসন কতৃক পুরষ্কৃত বান্দরবান জেলার স্থানীয় অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম ও দৈনিক বাংলাদেশের আলোর”র স্পোর্টস এম্বাসেডর মনোনিত হয়েছেন শহীদুর রহমান সোহেল।

সিএইচটি টাইমস ডটকম,সম্পাদক মন্ডলীর পরামর্শে সিএইচটি টাইমস ডটকম প্রকাশক ও দৈনিক বাংলাদেশের আলো’র বান্দরবান জেলা প্রতিনিধি লুৎফুর রহমান উজ্জ্বল জাতীয় ফুটবল দলের সাবেক এই কৃতি ফুটবলার কে স্পোর্টস এম্বাসেডর হিসেবে মনোনিত করেন।শহীদুর রহমান সোহেল পার্বত্য চট্টগ্রামের ক্রীড়া সংশ্লিষ্ট যেকোনও অনুষ্ঠানে সিএইচটি টাইমস ডটকম ও দৈনিক বাংলাদেশের আলো’র স্পোর্টস এম্বাসেডর হিসেবে অংশ নিতে পারবেন।সিএইচটি টাইমস ডটকমের সম্পাদনা পর্ষদ সুত্রে জানা গেছে জানুয়ারী মাসের যেকোনও দিন সিএইচটি টাইমস ডটকমের গোরস্থান জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত জেলা কার্যালয়ে স্পোর্টস এম্বাসেডর হিসেবে মনোনিত হওয়া তারকা ফুটবলার শহীদুর রহমান সোহেল এর উপস্থিতিতে সংবাদ সম্মেলন করবে সিএইচটি টাইমস ডটকম সম্পাদনা পর্ষদ।

এবিষয়ে বান্দরবান জেলা জজ কোর্টের মেধাবী আইনজীবী এডভোকেট কাজী সালাউদ্দিন কাদের প্রিন্স সিএইচটি টাইমস কে বলেন,বান্দরবান জেলার ক্রীড়াঙ্গনে শহীদুর রহমান সোহেল এর অনবদ্য ভূমিকা বান্দরবান জেলার ক্রীড়াঙ্গনকে অনেক আগেই আলোকিত করেছে।বান্দরবান জেলার ক্রীড়াঙ্গনে স্পোর্টস এম্বাসেডরের মনোনয়নের মতো সিদ্ধান্ত একেবারেই বিরল এবং নতুন এক মাইলফলক।

উল্লেখ্য,শহীদুর রহমান সোহেল দীর্ঘ ১০ বছর শেখ রাসেল ক্রীড়া চক্র,ব্রাদার্স ইউনিয়ন (ঢাকা),শেখ জামাল ধানমন্ডি ক্লাব,ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ঢাকা লীগে অংশ নিয়েছেন।এছাড়াও তিনি চট্টগ্রামের দুই আলোচিত ফুটবল ক্লাব চট্টগ্রাম মোহামেডান ও আবাহনী ক্রীড়া চক্রের সদস্য হিসেবে চট্টগ্রামের বিভিন্ন লীগ ফুটবলে অংশ নেন।জাতীয় ফুটবল দলের সদস্য হিসেবে পাকিস্তান,ইন্ডিয়া,নেপাল,সফরের পাশাপাশি দীর্ঘদিন ধরে বান্দরবান জেলা ফুটবল দলের অধিনায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।

এবিষয়ে বান্দরবানের ক্রীড়া সংগঠক বাচ্চু বলেন,সিএইচটি টাইমস ডটকম ও দৈনিক বাংলাদেশের আলো’র বান্দরবান জেলা দায়িত্বশীল কতৃপক্ষের এমন যুগান্তকারী সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়।এ ধরনের বিষয় ক্রীড়াঙ্গনে নতুন এক মাত্রায় উদ্ভাসিত করলো।আমি বান্দরবানের ক্রীড়া সংশ্লিষ্ট সবার পক্ষ থেকে সিএইচটি টাইমস ডটকমের সম্পাদক মন্ডলী ও উপদেষ্টা মন্ডলীর সকল সদস্য কে বান্দরবান বক্সিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।এদিকে সোমবার (৩০ ডিসেম্বর) লালমোহন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর জমকালো উদ্বোধনের সকল আয়োজন সম্পন্ন করেছে টুর্নামেন্ট পরিচালনা কমিটি।সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর তিনটায় টুর্নামেন্টের উদ্বোধক বাংলাদেশ ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক রবিন বাহাদুর জমকালো এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করছেন টুর্নামেন্ট আয়োজকদের অন্যতম উদ্যোক্তা বাবলু বড়ুয়া।এছাড়াও এডভোকেট কাজী সালাউদ্দিন কাদের প্রিন্স,বান্দরবান জেলা ছাত্রলীগ সভাপতি কাওসার সোহাগ সহ জেলা ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান তারকা খেলোয়াড়রা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।সিএইচটি টাইমস ডটকম এর স্পোর্টস এম্বাসেডর শহীদুর রহমান সোহেল উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে সার্বিক সহযোগিতা করবেন বলে নিশ্চিত করেছেন সিএইচটি টাইমস ডটকম সম্পাদক ও প্রকাশক লুৎফুর রহমান উজ্জ্বল।টুর্নামেন্টের মিডিয়া পার্টনার পাহাড় বার্তা,মোহনা টিভির রাহুল বড়ুয়া ছোটন।এছাড়াও বান্দরবান এর স্থানীয় অনলাইন দৈনিক পাহাড় কন্ঠ ডটকম, বান্দরবান প্রতিদিন ডটকম,সিএইচটি ফার্ষ্ট টুয়েন্টিফোর ডটকম,বান্দরবান লাইভ টিভি,সাদাকালো টুয়েন্টি ফোর ডটকম টুর্নামেন্ট জুড়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করবে বলে নানা সুত্রে জানা গেছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!