৩০ বৃহৎ অর্থনৈতিক দেশের কাতারে থাকবে বাংলাদেশ


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :২৮ ডিসেম্বর, ২০১৯ ৪:০৯ : পূর্বাহ্ণ 501 Views

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি অনেক ওপরে উঠে আসবে। এসময় ৩০টি বৃহৎ অর্থনৈতিক দেশের কাতারে থাকবে বাংলাদেশ। একইভাবে ২০৪৮ সালে ২০তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ।

গত মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) অডিটরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে র‌্যাম উৎপাদন কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ২০২৮ সালে বাংলাদেশ ২৭তম অর্থনীতির দেশ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সঠিক পথেই চলছে দেশ।

এ সময় অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক মো. হুমায়ূন কবীর, কম্পিউটার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!