বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উদ্যোগে ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৩ ডিসেম্বর (সোমবার) দুপুরে ১১ বিজিবি মিলনায়তনে কেক কেটে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিজিবি’র উপ মহাপরিচালক, ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্ণেল মুরাদ জামান।
১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো.আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ অতিথি ছিলেন উপ মহাপরিচালক সেক্টর কমান্ডার কর্ণেল মঞ্জুরুল হাসান খান, পরিচালক অপারেশন রিজিয়ন সদর দপ্তর, কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুলর রহমান পিএসসি, অধিনায়ক ৩৪ বিজিবি কক্সবাজার লে: কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ বিপিএম, টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান পিএসসি, রামু ৩০ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল জাহেদুর রহমান পিএসসি, মেজর মো: রফিকুল ইসলাম, মেজর এম সিরাজুল ইসলাম, জেলাপরিষদের সদস্য ক্যানেওয়ান চাক, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ, উপজেলা প্রকৌশলী মো: তফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন মংলাওয়াই মার্মা, ভাইস চেয়ারম্যন মহিলা শামীমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ইমরান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন নুরুল আবছার, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যন এ্যানিং মার্মা, দোছড়ি ইউপি চেয়ারম্যন হাবিব উল্লাহ, বাইশারী ইউপি চেয়ারম্যন মো: আলম, সহ সামরিক, বেসামরিক কর্মকর্তা ও গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।