আধুনিক তথ্য প্রযুক্তিনির্ভর যুগোপযোগী গণমাধ্যম চর্চায় নতুন প্রজন্মের সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মীদের গণমাধ্যম সংশ্লিষ্ট আইন নীতি নৈতিকতা ও তথ্য প্রযুক্তি সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে আর্টিকেল ১৯ এন্ড একাডেমির আয়োজনে সোমবার হোটেল বেঙ্গল ক্যানারি পার্ক গুলশান-১ এ ‘ওরিয়েন্টেশন উইথ্ একাডেমিকস এন্ড প্রফেশনালস ফর টিউটোরিয়েল কনটেন্ট ডেভেলপমেন্ট অন ডিজিটাল রাইট/সেফটি ইন বাংলাদেশ’শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনিনা ইসলাম আবির,লেকচার ডিপার্টমেন্ট অব মিডিয়া এন্ড কমিউনিকেশন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।মো. তৌফিক আহমেদ,ডিরেক্টর সেন্টার ফর ল এন্ড পলিসি অ্যাফেয়ার্স,শাহনেওয়াজ, প্রোগ্রাম অফিসার আর্টিকেল ১৯ বাংলাদেশ এন্ড দক্ষিণ এশিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুবায়েত মল্লিকা রহমান, সিনিয়র কনসালটেন্ট আর্টিকেল ১৯ বাংলাদেশ এন্ড দক্ষিণ এশিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন মরিয়ম শেলী, প্রোগ্রাম অফিসার,পেশাদার,প্রিন্ট,ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ,অনলাইন অ্যাকটিভিস্ট প্রমুখ
আর্টিকেল ১৯ ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক ফেডারেশন এন্ড ডেভেলপমেন্টের সহায়তায় সম্পূর্ণ ফ্রি একটি অনলাইন কোর্সের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।১০ সপ্তাহ ধরে ৩০ ঘণ্টাব্যাপী এই কোর্সে গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন আইনের সঠিক ব্যবহার,সাংবাদিকতায় নীতি নৈতিকতার প্রয়োগ ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সকল বাস্তব জ্ঞান অর্জন করা যাবে।