

“দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বান্দরবানে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী-আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়।পরে জেলা প্রশাসন ও কর্মসংস্থান এবং জনশক্তি কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃকামরুজ্জামান।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষ ও আইসিটি) মোঃ শামীম হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের মেঘলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর অধ্যক্ষ প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়া।অনুষ্ঠানে বৈধভাবে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো তিনজনকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।উল্লেখ্য,৪ ডিসেম্বর”২০০০ জাতিসংঘের সাধারণ পরিষদে ১৮ই ডিসেম্বর অভিবাসী কর্মীদের স্বারক,অধিকার ও মর্যাদার স্বীকৃতি স্বরুপ আর্ন্তজাতিক অভিবাসী দিবস হিসেবে বিশ্বব্যাপী উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করে।বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশ এবারও উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করা হচ্ছে।