বেগম জিয়ার জামিন শুনানিকালে বিএনপি নেতাদের সেলফিবাজি, সমালোচনা তুঙ্গে


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :১৫ ডিসেম্বর, ২০১৯ ৮:৩৭ : অপরাহ্ণ 642 Views

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির সময় বিএনপিপন্থী আইনজীবীদের সেলফি তোলা নিয়ে শুরু হয়েছে নতুন সমালোচনা। বেগম জিয়ার জামিন আবেদন খারিজ হওয়া সত্ত্বেও দলীয় আইনজীবীদের সেলফিবাজিতে অসন্তুষ্ট হয়েছেন বিএনপির নীতি-নির্ধারকরা।

জানা গেছে, বেগম জিয়ার জামিন আবেদনের মতো গুরুতর ইস্যুতেও আদালত প্রাঙ্গণে বিএনপির নেতা-কর্মীদের বালখিল্যতা দলের ভাবমূর্তিকে চরম ক্ষতিগ্রস্ত করেছে বলেও অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন খোদ বিএনপির একাধিক সিনিয়র নেতা।

বিভিন্ন তথ্যসূত্রের বরাতে জানা গেছে, ১২ ডিসেম্বর বেগম জিয়ার জামিন আবেদনের দিন ধার্য করেছিলেন আদালত। আপিল বিভাগের সনদধারী ছাড়া কাউকে ঢুকতে দেয়া হয়নি এজলাস কক্ষে। ফলে আদালতে ঢুকতে না পেরে আপিল বিভাগের সামনে বিএনপির জুনিয়র আইনজীবীরা অপেক্ষা করছিলেন। আদালতে ঢুকতে না পেরে সময় পার করার অংশ হিসেবে আইনজীবীদের মধ্যে কেউ কেউ একে অপরের ছবি তুলে দিচ্ছিলেন, অনেকে সেলফিও তুলছিলেন। দলীয় নেত্রীর ভাগ্য নির্ধারণের দিন বিএনপিপন্থী আইনজীবীদের সেলফি তোলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিব্রত বোধ করছেন খোদ বিএনপির সিনিয়র নেতারা।

বেগম জিয়ার জামিন আবেদন নিয়ে দলীয় আইনজীবীদের সেলফিবাজি নিয়ে সৃষ্ট সমালোচনার বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, দেখুন- হাতের পাঁচ আঙুল সমান না। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এখানে বিভিন্ন মন-মানসিকতার নেতা-কর্মী রয়েছেন। দলের অনেক নেতা-কর্মী হয়তো বেগম জিয়ার জামিন আবেদনের গুরুত্ব বুঝেই উঠতে পারেননি। সত্যি বলতে, দলের অভ্যন্তরীণ অনেক হাইব্রিড নেতার উৎপাতে চরম বিরক্ত বিএনপির হাইকমান্ড।

তিনি আরো বলেন, আদালত প্রাঙ্গণে সেলফিবাজি করে বিএনপিপন্থী আইনজীবীরা যা করলেন তা সত্যি বিব্রতকর। আপিল খারিজ হলেও বিএনপির অনেক নেতা-কর্মী কোনো প্রতিক্রিয়াই দেখাননি। সত্যি বলতে- রাজনীতিকে অনেকে ফান হিসেবে নিয়েছেন। যার কারণে বেগম জিয়ার জামিন ইস্যুতেও আমাদের আইনজীবীরা হাস্যরস করছেন। বিষয়টি দুঃখজনক ও নিন্দনীয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!