পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নিপীড়িত ও বঞ্চিত সকল জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় নবগঠিত “পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ” এর উদ্যোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহষ্পতিবার (১২ডিসেম্বর) সকালে বান্দরবান প্রেস ক্লাব কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।পরে প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আহবায়ক আইয়ুব চৌধুরী (সাবেক পৌর চেয়ারম্যান)।মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নবগঠিত সংগঠন প্রতিষ্ঠার নেপথ্য কারিগর বান্দরবান জেলা আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত কমিটির সদস্য কাজী মজিবর রহমান।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সদস্য সচিব কর্ণেল (অব:) মোঃআইয়ুব, বান্দরবান জেলা আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত কমিটির সদস্য কাজী মজিবুর রহমান,আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) তারু মিয়া,জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় নেতা কাজী নাছিরুল আলম,মো: নাছির উদ্দিন,আলীকদম উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার প্রমুখ।এসময় বান্দরবান পৌরসভা ও বান্দরবান সদর উপজেলার সহস্রাধিক সাধারণ জনগন মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে প্রধান বক্তা কাজী মুজিবর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ শান্তি সম্প্রীতি উন্নয়নের ভবিষ্যৎ।পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা,পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরসহ সকলকে সহযোগিতার জন্য পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ প্রস্তুত রয়েছে।এসময় তিনি,নবগঠিত এই সংগঠন পাহাড়ী-বাঙ্গালীর মধ্যে বৈষম্য দুর করে সকলের মঙ্গলের জন্য আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।এর আগে জনাকীর্ণ সংবাদ সম্মেলন থেকে নবগঠিত সংগঠনের নেতারা শরনার্থী বিষয়ক টাষ্কফোর্স বাতিল,শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সকল সম্প্রদায়ের সমতা নিশ্চিত করা সহ পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জনগোষ্ঠীর জনস্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি দাবি পেশ করেন।