বান্দরবান নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর নিরুপন দুদকের মামলায় গ্রেফতার


সিএইচটি টাইমস রিপোর্ট প্রকাশের সময় :১১ ডিসেম্বর, ২০১৯ ৯:২৯ : অপরাহ্ণ 626 Views

বান্দরবান নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর নিরুপন কান্তি নাথ (২৯) দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন।মিয়ানমারের রোহিঙ্গাদের অর্থের বিনিময়ে অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র দেওয়ায় দুদকের দায়ের করা দুর্নীতি মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম বান্দরবান জেলা নির্বাচন অফি‌সের ডাটা এন্ট্রি অপা‌রেটর‌ নিরুপন কান্তি নাথকে গ্রেফতার করে।বুধবার (১১ ডি‌সেম্বর) বিকা‌লে চট্টগ্রামের ডবল মু‌রিং এলাকার বাদামতলি মোড থে‌কে তা‌কে গ্রেফতার করা হয়।দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার এ তথ্য নিশ্চিত করেন।

দুদক সূ‌ত্রে জানা যায়,অভিযুক্ত নিরুপন কা‌ন্তি নাথ জরুরি ভি‌ত্তি‌তে ক‌য়েকজন রো‌হিঙ্গা‌কে ভোটার তা‌লিকায় অন্তর্ভুক্ত ক‌রেন।এ তথ্যের সত্যতা পাওয়ায় তা‌কে গ্রেফতার করা হয়।এর আগে বুধবার (১১ ডিসেম্বর) সকালে জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-১ এ দুদক জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক মো.শরীফ উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম ও বান্দরবান নির্বাচন অফিসে কর্মরত ৩ জন সহ ৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন।মামলার পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এজাহারভুক্ত আসামিরা হলেন চট্টগ্রাম থানা নির্বাচন অফিসের অফিস সহায়ক মো. জয়নাল আবেদীন,তার স্ত্রী মোছাম্মৎ আনিছুন নাহার বেগম,চট্টগ্রামের বাসিন্দা মো. জাফর,সত্য সুন্দর দে,সীমা দাশ প্রকাশ সুমাইয়া জাহান, বিজয় দাশ,চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের অস্থায়ী অফিস সহকারী ঋষিকেশ দাশ ও বান্দরবান সদর উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর নিরুপন কান্তি নাথ।

এজাহার সূত্রে জানা যায়,আসামিরা পরস্পর যোগসাজশে অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র গ্রহণকারী রোহিঙ্গাদের নিকট হতে অবৈধ উপায়ে মোট ৬৭ লাখ ৮৩ হাজার ২৯৬ টাকা হস্তান্তর,স্থানান্তর এবং বাড়ি নির্মাণে ব্যয় করে রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

আত্মসাতকৃত অর্থের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চকবাজার শাখার মাধ্যমে ৩৫ লাখ তিন হাজার ১৫২ টাকা,আল আরাফাহ ইসলামী ব্যাংকের আনোয়ারা শাখার মাধ্যমে ২৮ লাখ ২০ হাজার ১৪৪ টাকা;প্রাইম ব্যাংকের বাঁশখালী শাখার মাধ্যমে ১ লাখ ১০ হাজার টাকা ও এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।তাই দুদক মানি লন্ডারিং প্রতিরোধ আইন,২০১২ এর ৪(২) ধারা এবং দন্ডবিধি’র ১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারায় মামলা দায়ের করেছে।

এছাড়া এজাহারভুক্ত আসামি মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক আরো একটি ‍মামলা দায়ের করেছে দুদক।দুদকের চট্টগ্রাম-২ অঞ্চ‌লের উপপ‌রিচালক জাফর সা‌দেক শিবলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।এদিকে নিরুপন কান্তি নাথ চট্টগ্রামে দুদকের হাতে গ্রেফতার হয়েছেন এমন সংবাদ ছড়িয়ে পরলে বান্দরবানে চাঞ্চল্যের সৃষ্টি হয়।নিরুপন বান্দরবানের বনরুপা পাড়ায় বসবাসরত জগমোহন কান্তি নাথের পুত্র।

 

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!