কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে একদিনে ১৩শ’ দশমিক ৬৪০ মেট্রিক টন পিয়াজ খালাস হয়েছে। খালাসকৃত এসব পিয়াজ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. আবছার উদ্দিন।
তিনি জানান, মিয়ানমার থেকে পিয়াজ আমদানি অব্যাহত রয়েছে। বুধবার ১ হাজার ৩০১ দশমিক ৬৪০ মেট্রিক টন পিয়াজ এসে পৌঁছেছে। এসব পিয়াজ ১১ জন ব্যবসায়ী আমদানি করেন। খালাসের পর বন্দর থেকে পিয়াজ ভর্তি ট্রাক দেশের বিভিন্ন স্থানে রওয়ানা হয়ে যায়।
শুল্ক বিভাগ সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে চলতি মাসের তিনদিনে ২ হাজার ২৯৭ দশমিক ৪৮১ মেট্রিক টন পিয়াজ আমদানি হয়েছে।
এর আগে, নভেম্বর মাসে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন পিয়াজ আমদানি করা হয়। এছাড়া অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন পিয়াজ আসে।
তবে মিয়ানমার থেকে পিয়াজ আমদানি অব্যাহত থাকলেও বাজারে দাম এখনো কমেনি।