

বান্দরবান পৌরসভার সফল মেয়র মোহাম্মদ ইসলাম বেবী সদ্য জেলা আওয়ামীলীগ কাউন্সিলে বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধিত হলেন।বান্দরবান পৌরসভা কর্মচারী কল্যাণ সংসদ কতৃক বর্ণাঢ্য এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বান্দরবান পৌরসভার সভা কক্ষে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধিত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান জেলার নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার সফল পৌরপিতা মোহাম্মদ ইসলাম বেবী।সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার ১নং প্যানেল মেয়র ৪নং ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বড়ুয়া,২নং প্যানেল মেয়র ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান খোকন।এছাড়াও আরও উপস্থিত ছিলেন ৩নং প্যানেল মেয়র ও ১,২,৩নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর উজালা তংচঙ্গ্যা,৬নং ওয়ার্ড কাউন্সিলর সৌরভ দাশ শেকর,৩নং ওয়ার্ড কাউন্সিলর অজিৎ কান্তি দাশ,৪,৫,৬নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর সালেহা বেগম,২নং ওয়ার্ড কাউন্সিলর হাজ্বী মোহাম্মদ আলী,৭নং ওয়ার্ড কাউন্সিলর শামসুল ইসলাম সামু,বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও নির্বাহী সদস্য মং শৈ খৈ মারমা,বান্দরবান পৌরসভার সচিব মো:তৌহিদুল ইসলাম,পৌরসভার হিসাব রক্ষক নুরুল আমিন চৌধুরী (আরমান)।সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি,পৌর মেয়র মোঃ ইসলাম বেবী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় পৌরসভা কর্মচারী কল্যাণ সংসদের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।এসময় তিনি বান্দরবান পৌরসভায় গৃহীত নানা উন্নয়নমূলক কার্যক্রম সবিস্তারে তুলে ধরেন।উন্নয়ন এর এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি পৌরসভার জনগণ,পৌর পরিষদ,কর্মকর্তা ও কর্মচারী,সুশীল সমাজ থেকে শুরু করে সাংবাদিক পর্যন্ত সকলের সহযোগিতা কামনা করেন।সংবর্ধনা অনুষ্ঠান শেষে পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ফিতা কেটে বান্দরবান পৌরসভা কর্মচারী কল্যাণ সংসদ কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভা কর্মচারী কল্যাণ সংসদ এর সভাপতি আমিনুল ইসলাম মজুমদার,সহ-সভাপতি মন্জুর আহম্মদ,বান্দরবান পৌরসভা কর্মচারী কল্যাণ সংসদ এর সাধারণ সম্পাদক লিটন কান্তি সরকার,যুগ্ন-সাধারণ সম্পাদক মো:হোসেন,অর্থ সম্পাদক ঝন্টু দত্ত,সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ,প্রচার সম্পাদক মো:ইদ্রিছ,কার্যকরী সদস্য মো:মূছা।সংবর্ধনা অনুষ্ঠান এবং কর্মচারী কল্যাণ সংসদ কার্যালয়ের উদ্বোধন কে কেন্দ্র করে পুরো বান্দরবান পৌরসভা জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়।