আলীকদম বাজার-উপজেলা সড়কের পাশে ময়লা-আবর্জনার ভাগাড়,পথচারীদের দুর্ভাগ চরম।


এস,এম,জুয়েল (বান্দরবান)- প্রকাশের সময় :৪ ডিসেম্বর, ২০১৯ ১:২৩ : অপরাহ্ণ 778 Views

আলীকদম বাজার-উপজেলা পরিষদ সড়কের পাশে ময়লা-আবর্জনার ভাগাড় পরিণত হলেও নজর নেই কারও। পুঁতিময় দূর্গন্ধ ওই রাস্তা দিয়ে হাঁটা চলাচল করা স্থানীয়দের পক্ষে দুঃসহনীয় হয়ে উঠেছে। দিন দিন প্রকট হচ্ছে এ সমস্যা। আলীকদম বাজারের যাবতীয় ময়লা-আবর্জনা ফেলা হয় সেখানে।স্থানীয়রা জানান, উপজেলা সদরের আশপাশের ময়লা-আবর্জনার ভাগাড়গুলা সরকারি-বেসরকারি উদ্যাগে পরিষ্কার পরিচ্ছন্নতার নেই কারও উদ্বেগ বা অভিযান। এ ব্যাপারে সচেতন নয় নাগরিক সমাজও! জনপ্রতিনিধিদেরও খেয়ালা নেই তাতে। ফলে যত্রযত্র ময়লা ফেলছে বাজার ব্যবসায়ীরা।

স্থানীয় ঠিকাদার আব্দুল হামিদ মঙ্গলবার তাঁর ফেইসবুকে অপরিচ্ছন্ন এ রাস্তা নিয়ে খোদাক্তি করেন এভাবে, ‘আলীকদমের ভিআইপি রাস্তা বলে পরিচিত উপজেলা পরিষদ হতে বাজার আসা যাওয়ার সময় দুর্গন্ধযুক্ত ময়লাগুলা কোন পরিবেশবাদি অফিসার ও সাংবাদিকদেরও চোখে পড়ে না?। কারণ তারা এসি গাড়ি নিয়ে চলাচল করে। তাই হয়তো দুর্গন্ধগুলা তাদের নাকের কাছে পৌঁছায় না। তবুও পরিবেশ রক্ষার স্বার্থে হলেও উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।’

সরজমিনে দেখা যায়, আলীকদম বাজার-উপজেলা পরিষদ সড়ক ছাড়াও আলীকদম বাজার প্রবেশের আগে আইয়ুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পাশেও একই ধরণের ময়লা-আবর্জনার ভাগাড় রয়েছ। এ ময়লা-আবর্জনা ভাগাড়র মধ্য দু’চারশ’ গজের মধ্যে সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও জনবসতি। অথচ কোন মহল থেকই দীর্ঘদিন ধরে ময়লার ভাগাড় পরিষ্কার কিংবা অপাসারণের কোন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না।
উপজলা স্যানটারী ইন্সপক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আসাদুজ্জামান জানান, ময়লা-আবর্জনা ফেলছে আলীকদম বাজার কর্তৃপক্ষ। পরিবেশের বিপর্যয় হলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিতে পারেন। আমরাও এ বিষয়ে উদ্যোগ নেব।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!