

মোঃজিহানুর রহমান চৌধুরী,চট্টগ্রাম:-চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলাধীন পুটিবিলা ইউনিয়নে পুটিবিলা যৌতুক ও মাদক বিরোধী সম্মিলিত সচেতন নাগরিক ঐক্য পরিষদের উদ্যোগে গরীব ও দুস্তদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।৩ জুন রোজ শনিবার বিকাল ২ঘটিকার সময় মধ্য পুটিবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনটির সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নিকট থেকে মৎস্য পুরষ্কার প্রাপ্ত পুটিবিলার কৃতি সন্তান, জাহাঙ্গীর হোসেন মানিক,অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি,মো জালাল আহম্মদ মেম্বার),সহ-সভাপতি মাষ্টার মোজাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক,মৌওলানা রফিক আহম্মদ,সহ-সাধারণ সম্পাদক,এ,টি,এম,ওসমানুল হক,অর্থ সম্পাদক, আ,ন,ম,আব্দুল্লাহ(বাবলু),প্রচার সম্পাদক এ,কে,মিনহাজ,সহ প্রচার সম্পাদক,মাইনুউদ্দিন হাসান,চট্টগ্রাম মহানগর এর পরিচালক মোঃসিহাব উদ্দীন তারেক,নয় নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম,আট নং ওয়ার্ড সভাপতি ফেরদৌস আলম,তিন নং ওয়ার্ড সভাপতি আমিন শরিফ,মোহাম্মদ শাহাজান,মো:হাফেজ এনাম,ফরিদ উদ্দিন,আলমগীর চৌধুরী,মো:নুরুল হক প্রমুখ।উল্লেখ্য:-উক্ত সংগঠনের পক্ষ থেকে পুটিবিলা ইউনিয়নে নয় টি ওয়ার্ডের মোট ১৫০জন গরিব ও দুস্তদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।