লামায় টমটম দুর্ঘটনা,যুবকের মৃত্যু


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :৩০ নভেম্বর, ২০১৯ ৯:২৮ : অপরাহ্ণ 520 Views

বান্দরবানের লামা উপজেলায় একটি যাত্রীবাহী টমটম গাড়ি উল্টে মো. রাজন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার ফাঁসিয়াখালী সড়কের পাঁচ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত মো. রাজন রাজধানীর কেরানীগঞ্জের দক্ষিণ কুন্ডা ইউনিয়নের দক্ষিণ কেরানীগঞ্জ গ্রামের বাসিন্দা আবদুল খালেকের ছেলে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

সূত্র জানায়, চকরিয়া উপজেলা থেকে যাত্রী নিয়ে একটি টমটম গাড়ি শনিবার দুপুর ১২টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী বাজারে যাচ্ছিল। এ সময় টমটম গাড়িটি সড়কের পাঁচ মাইল নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিন যাত্রী আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষণা করেন।

টমটম গাড়ি উল্টে এক যুবক নিহত ও দুই যাত্রী আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, নিহত রাজনের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!