সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায়, বান্দরবানের আলীকদম উপজেলার চন্দ্রমোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায়,লামা তথ্য অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শুরুতেই সরকারের আধুনিক প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ নির্মাণ ও ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তর করার লক্ষ্যে, সরকারের বিভিন্ন সেক্টরে প্রভূত উন্নয়নের বিবরণ তুলে ধরেন, লামা তথ্য অফিসার রুহুল আমিন চৌধুরী।আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিনের সভাপতিত্বে
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সাইদ ইকবাল।উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধুংরি মং মার্মা,স্কুল শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় নারী পুরুষ।
বক্তারা বলেন- বর্তমান সরকারের প্রচেষ্টায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে বাংলাদেশ সফলতা অর্জন করেছেন। এছাড়াও, রাস্তাঘাট ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ করা হচ্ছে।