

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-প্রধানমন্ত্রীর পক্ষ বিশেষ ত্রাণ কার্যক্রমের অংশ হিসাবে ঘুর্ণিঝড় মোরা’র আঘাতে রাঙামাটির ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।শনিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ দুস্থদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।এসময় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি আখতারুজ্জামান,কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারসহ রাঙামাটি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এরআগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দ বলেন,বাংলাদেশের মানুষের কল্যাণে পিতার মতোই তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।ক্ষতিগ্রস্থ মানুষের পাশে জননেত্রী শেখ হাসিনার সরকার আগে থেকেই সিডর, আইলা,রোয়ানো’র মতো প্রাকৃতিক দূর্যোগ দক্ষ হাতে অত্যন্ত সফলভাবে মোকাবেলা করে সারাবিশ্বের রোল মডেল হয়েছে।তারই ধারাবাহিকতায় এবারও ক্ষতিগ্রস্থ মানুষের দুঃখ দূর্দশা লাঘবে পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরই আলোকে কেন্দ্রীয় আওয়ামীলীগের একটি টীমকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ঘূর্নিঝর মোরা আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য পাঠিয়েছেন।আমরা কক্সবাজার,টেকনাফ থেকে শুরু করে বান্দরবানের নাইক্ষ্যংছড়িসহ পাহাড়ে মোরা আক্রান্ত সকলের জন্যে সরেজমিনে এসে ত্রাণ সহায়তা নিয়ে এসেছি।নেতৃবৃন্দ বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টভাবেই বলে দিয়েছেন যে,একজন ক্ষতিগ্রস্থ মানুষও ত্রাণ কার্যক্রম থেকে বাদ যাবেনা।এই সকল ক্ষতিগ্রস্থ মানুষজনকে ধাপে ধাপে স্বাবলম্বী করার লক্ষ্যে তিনধাপে ত্রাণ সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।অপরদিকে অনুষ্ঠানে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, রাঙামাটিসহ পার্বত্য চট্টগ্রামে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মীয় প্রতিষ্ঠানসহ সামাজিক প্রতিষ্ঠানগুলো ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে সে সকল প্রতিষ্ঠান ও রাস্তাঘাট মেরামত করতে উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সংসদ সদস্য বীর বাহাদুর ঊশৈসিং।অনুষ্ঠানে রাঙামাটি সদর ও পৌর এলাকায় ক্ষতিগ্রস্তদের নগদ টাকা চাল,ঢেউ টিন এবং চাল বিতরন করা হয়।